Image Source: Pexels, Pixabay

ভারতের যে কোনও কোণায় গেলেই যে পানীয় পাওয়া যাবে, তার মধ্যে অন্যতম চা

Image Source: Pexels, Pixabay

ভারতের বাজারে নানা ধরনের চা মেলে, দার্জিলিং ফার্স্ট ফ্লাশ, আর্ল গ্রে থেকে গ্রিন টি

Image Source: Pexels, Pixabay

উপবিভাগ যাই হোক। চা-কে মূলত তিনটি ভাগে বিভক্ত, ব্ল্যাক টি, গ্রিন টি এবং হোয়াইট টি

Image Source: Pexels, Pixabay

ব্ল্যাক টি বা কালো চা চার ধাপের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। সবচেয়ে বেশি ক্যাফেইন মেলে এই চায়ে

Image Source: Pexels, Pixabay

কোলেস্টেরল কমাতে, হৃদযন্ত্র ভাল রাখতে সাহায্য করে ব্ল্যাক টি

Image Source: Pexels, Pixabay

অক্সিডাইজেশন হয় না গ্রিন টি তৈরির প্রক্রিয়াতে। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই ধরনের চা।

Image Source: Pexels, Pixabay

যে কোনও প্রদাহের সমস্য়া থেকে বাঁচায়, মস্তিষ্কের সচলতা রুখতে এবং মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে গ্রিন টি

Image Source: Pexels, Pixabay

সামান্য অক্সিডাইজেশন হয় হোয়াইট টি তৈরির সময়। হোয়াইট টি তৈরির সময় জল গরম করা হলেও তা ফুটন্ত অবস্থায় থাকে না

Image Source: Pexels, Pixabay

হাড়ের স্বাস্থ্য ভাল রাখে হোয়াইট টি। ক্যানসার-বিরোধী নানা উপকারিতা হয়েছে এই চায়ের

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও পরামর্শ নিন।