অভিনেত্রী শ্রদ্ধা কপূর বাড়িতে নিয়ে এলেন নতুন অতিথি। কিনলেন 'ল্যাম্বরগিনি Huracan Tecnica'। টকটকে লাল নতুন গাড়ির সঙ্গে অভিনেত্রীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ভারতীয় বাজারে এই গাড়ির দাম ৪.০৪ কোটি টাকা। অভিনেত্রীর বন্ধু তাঁর জন্য আবেগঘন পোস্টে জানিয়েছেন শুভেচ্ছা। সম্প্রতি অভিনেত্রীকে নবরাত্রি পালনের অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে যেখানে তিনি 'আশিকি ২' ছবির গান গেয়ে মন জয় করেছেন সকলের। অভিনেত্রীকে এরপর তাঁর ঝাঁ চকচকে লাল গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায়। পরনে ছিল সাদা ও প্যাস্টেল গোলাপী স্যুট। শ্রদ্ধার বন্ধু পূজা চৌধুরী প্রথম এই গাড়ির ছবি পোস্ট করেন। প্রশংসায় ভরান অভিনেত্রীকে। এরপর একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায়। কখনও তিনি গাড়ির সামনে পোজ দিলেন তো কখনও গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন। ল্যাম্বরগিনি কিনে অভিনেত্রী সোজা পৌঁছন ইস্কন মন্দিরে। সেখানেই সারেন পুজো। নারকেল ফাটিয়ে, আরতি করে, মালা পরিয়ে ঘরে তোলেন নতুন সঙ্গীকে। ভাইরাল সেই ছবিও। 'ল্যাম্বরগিনি Huracan Tecnica' ভারতে লঞ্চ হয় ২০২২ সালের অগাস্ট মাসে।