চেনা যায় এঁকে? একেবারে অন্য মেজাজে ক্য়ামেরাবন্দি শ্রদ্ধা কাপুর। হঠাৎ কোথায় ধরা পড়লেন শ্রদ্ধা? জুহুর কাছে নাচের ক্লাসে যাচ্ছিলেন শ্রদ্ধা। পথেই লেন্সবন্দি। মেক আপ ছাড়া একেবারে অন্য রকম লাগছে শ্রদ্ধাকে। নাচে যে তিনি যথেষ্ট পারদর্শী, সেটা অবশ্য এবিসিডি-টু ছবির দৌলতে সকলের জানা। লাভ রঞ্জনের আগামী ছবিতে রণবীর কাপুরের পাশে দেখা যাবে তাঁকে। শক্তি-কন্যার সঙ্গে কাজ করে তাঁর কেমন লেগেছে, সেটা হালেই খোলাখুলি বলেন রণবীর। স্পেন, মরিশাসে ছবির শুটিংয়ের কিছু ভিডিও আগেই ভাইরাল হয়েছে। 'ছিছোড়ে', 'স্ত্রী' -সহ একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে এই বলি অভিনেত্রীকে। সোমবার অবশ্য নায়িকা নন, নাচের ছাত্রী হিসেবে ধরা দিলেন তিনি। অন্য মেজাজে তোলা শ্রদ্ধার ছবিগুলি এবিপি এক্সক্লুসিভ।