ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। কাজ করেছেন বেশ কিছু বলিউড ছবিতেও। আজ সিদ্ধার্থ শুক্লর জন্মদিন। গতবছর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে, মাত্র ৪০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অনুরাগীদের সামনে আর সশরীরে উপস্থিত না হতে পারলেও 'হাম্পটি শর্মা কী দুলহনিয়া' অভিনেতা সকলের মনে রয়েছেন। অভিনয় জগতে পা রাখার আগে সিদ্ধার্থ একজন সফল মডেল হিসেবে কাজ করেছেন। এরপর ছোটপর্দায় দাপিয়ে কাজ। তারপর বলিউডে আত্মপ্রকাশ। সিদ্ধার্থ একবার জানিয়েছিলেন যে তিনি প্রথমে ইন্টিরিয়র ডিজাইনার হতে চেয়েছিলেন। সেই নিয়ে কোর্সও করেছিলেন। প্রথম এশিয়ান হিসেবে তিনি ২০১৫ সালে টার্কিতে তিনি 'বিশ্বসেরা মডেল'-এর তকমা পান। ফিটনেসের ওপর বেশ জোর দিতেন অভিনেতা। জিমে বেশ অনেকটা সময় কাটাতেন। হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান সিদ্ধার্থ। বাবা অশোক শুক্ল ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার। মা রীতা শুক্ল গৃহবধূ। ২০০৮ সালে 'বাবুল কা আঙ্গন ছুটে না' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ। 'বালিকা বধূ' তাঁকে খ্যাতি এনে দেয়। ২০২১ সালের ২ সেপ্টেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মুম্বইয়ের কুমার হাসপাতাল নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।