Image Source: pixabay
কাজ বা পড়াশোনার ফাঁকে অবসরে ভিডিও গেম খেলার অভ্যাস অনেকেরই রয়েছে।
Image Source: pixabay
নিখাদ আনন্দের কারণে ভিডিও গেম খেলাই যায়। কিন্তু তা অতিরিক্ত হয়ে গেলেই বিপদ।
Image Source: pixabay
ভিডিও গেমের অতিরিক্ত নেশা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কাজ থেকে সম্পর্ক সবকিছুর উপরেই।
Image Source: pixabay
ভিডিও গেমের প্রতি বাড়াবাড়ি রকমের ঝোঁক হয়েছে কিনা তা জানান দেবে কয়েকটি উপসর্গ।
Image Source: pixabay
নেশা তৈরি হলে অস্বাভাবিক চঞ্চলতা তৈরি হবে।
Image Source: pixabay
কোনও নির্দিষ্ট গেম নির্দিষ্ট সময়ে খেলতে না পারলে বিরক্তি তৈরি হবে। ব্যবহার রুক্ষ হয়ে যাবে।
Image Source: pixabay
একাকীত্ব পছন্দ হবে। একা ঘরে বসে টানা ভিডিও গেম খেলতে বেশি পছন্দ করবে।
Image Source: pixabay
নির্দিষ্ট কোনও স্টেপ শেষ করতে না পারলে অস্বাভাবিক অস্থিরতা দেখা যাবে।
Image Source: pixabay
টানা গেম খেলে যাওয়া, শারীরিক কসরৎ, সামাজিক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যাওয়া নেশার লক্ষণ।
Image Source: pixabay
এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরাই এই অভ্যাস থেকে বের করাতে পারবেন। প্রয়োজনে মনোবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।
সমস্ত দেখুন
বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ
এবার গানের জগতে পা মনামীর
নতুন সদস্যের অপেক্ষায় সোনম
জানুন আজকের রাশিফল