Image Source: pixabay

কাজ বা পড়াশোনার ফাঁকে অবসরে ভিডিও গেম খেলার অভ্যাস অনেকেরই রয়েছে।

Image Source: pixabay

নিখাদ আনন্দের কারণে ভিডিও গেম খেলাই যায়। কিন্তু তা অতিরিক্ত হয়ে গেলেই বিপদ।

Image Source: pixabay

ভিডিও গেমের অতিরিক্ত নেশা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কাজ থেকে সম্পর্ক সবকিছুর উপরেই।

Image Source: pixabay

ভিডিও গেমের প্রতি বাড়াবাড়ি রকমের ঝোঁক হয়েছে কিনা তা জানান দেবে কয়েকটি উপসর্গ।

Image Source: pixabay

নেশা তৈরি হলে অস্বাভাবিক চঞ্চলতা তৈরি হবে।

Image Source: pixabay

কোনও নির্দিষ্ট গেম নির্দিষ্ট সময়ে খেলতে না পারলে বিরক্তি তৈরি হবে। ব্যবহার রুক্ষ হয়ে যাবে।

Image Source: pixabay

একাকীত্ব পছন্দ হবে। একা ঘরে বসে টানা ভিডিও গেম খেলতে বেশি পছন্দ করবে।

Image Source: pixabay

নির্দিষ্ট কোনও স্টেপ শেষ করতে না পারলে অস্বাভাবিক অস্থিরতা দেখা যাবে।

Image Source: pixabay

টানা গেম খেলে যাওয়া, শারীরিক কসরৎ, সামাজিক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যাওয়া নেশার লক্ষণ।

Image Source: pixabay

এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরাই এই অভ্যাস থেকে বের করাতে পারবেন। প্রয়োজনে মনোবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।