Image Source: pixabay

আপনার সিম কার্ড চালু থাকা অবস্থায় যখন একই নম্বরের আরও একটি সিমকার্ড চালু হয়, সহজ অর্থে সেটাই সিম ক্লোনিং

Image Source: pixabay

বেআইনি পদ্ধতিতে প্রতারকরা এরকম করে আর্তিক প্রতারণা করে থাকে।

Image Source: pixabay

ক্লোনড সিমে আপনার নম্বরে আসা মেসেজ, ওটিপি--সব কিছুই পাওয়া যাবে। ফলে ব্যাঙ্কিং তথ্য চলে আসবে হাতের মুঠোয়।

Image Source: pixabay

বেশ কিছু দিকে সতর্ক দৃষ্টি রাখলে জানা যাবে সিমকার্ড ক্লোন হয়েছে কিনা, সেগুলি কী কী?

Image Source: pixabay

কখনও আপনার কাছে টেক্সট মেসেজ আসতে পারে ফোন  রিবুট করার জন্য়।

Image Source: pixabay

মনে হবে ফোন সার্ভিস প্রোভাইডারের থেকে আসছে ওই মেসেজ। সন্দেহ হলেই সতর্ক হবেন। প্রতারকরা বিশেষ পদ্ধতিতে এমন করে থাকে।

Image Source: pixabay

অনেক সময় ফোনে টেক্সট বা কল আসে না। খেয়াল রাখুন সেটা। বারবার যদি আপনাকে ওই নম্বরে না পাওয়া যায়, তাহলে সতর্ক হোন।

Image Source: pixabay

টানা অনেকক্ষণ বা অনেকদিন ফোন বা টেক্সট না এলে, কোনও কারণ ছাড়াই হঠাৎ করে কম গেলে সতর্ক হোন।

Image Source: pixabay

অনেকসময় ফোনের লোকেশন অন্য দেখায়। ক্লোনড সিমের লোকেশন দেখানো হয়।

Image Source: pixabay

আপনি যেখানে রয়েছেন, আপনার ফোন সেই লোকেশন না দেখালে সতর্ক হোন।