আবহাওয়ার পরিবর্তন, পরিবেশ দূষণ থেকে বাঁচতে একটি সুস্থ-সুন্দর পৃথিবী পেতে একাধিক পদক্ষেপের অন্যতম প্লাস্টিক ব্যবহার বর্জন।

এই কথা মাথায় রেখেই ভারতে চলতি বছরের ১ জুলাই থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের উপর।

অর্থাৎ প্লাস্টিক ব্যাগ, প্যাকেট, কাটলারি, স্ট্র বা বেলুনে লাগানো প্লাস্টিক স্টিক সব ব্যবহারেই নিষেধাজ্ঞা।

রোজকার জীবন প্লাস্টিকের ব্যবহার ছাড়া কীভাবে কাটাবেন ভাবছেন? রইল কিছু প্লাস্টিকের তৈরি জরুরি জিনিসের পরিবর্ত সামগ্রীর তালিকা।

বায়োডিগ্রেডেবল চামচ-কাঁটা চামচ: প্লাস্টিক মুক্ত পরিবেশের দিকে পা বাড়ানোর প্রথম সঙ্গী করতে পারেন বায়োডিগ্রেডেবল কাটলারিকে।

কাঠ বা বাঁশের কঞ্চি কেটে তৈরি প্রাকৃতিক চামচ বা ফর্ক ব্যবহার করুন। এগুলো প্রকৃতি থেকে তৈরি হয়ে প্রকৃতিতেই মিলিয়ে যায়।

ব্যাম্বু টুথব্রাশ: বাঁশের তৈরি পরিবেশ বান্ধব ব্রাশ ব্যবহার শুরু করে দিন। মুখের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তৈরি করা হয় এগুলো।

এর ফলে প্লাস্টিকের তৈরি ব্রাশের ব্যবহার কমবে। পরিবেশ সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন।

নিম কাঠের চিরুনি: কাঠের তৈরি চিরুনি পরিবেশের পক্ষে ভাল হওয়ার পাশাপাশি এদের ওজন কম, চিরুনির দাঁড় অনেক নরম হয় যার ফলে চুল ঝরার সম্ভাবনা কমে।

তামার বোতল: এই ধরনের বোতল ব্যবহারের একগুচ্ছ সুবিধা আছে। তামার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের উপকার করে।