Image Source: pixabay

সব কাজেই এখন ভরসা নেট। নেট ব্যবহারের অভ্যাস রয়েছে প্রায় সবারই। অবসর সময় কাটানোরও অন্য়তম উপায়।

Image Source: pixabay

নেটের যুগে হাতের কাছেই রয়েছে বিভিন্ন অনলাইনে গেম, শপিংয়ের সুবিধা। কিন্তু সেগুলো কতটা ভরসাযোগ্য?

Image Source: pixabay

ফিশিং (phishing) এমন একধরনের প্রক্রিয়া যার মাধ্য়মে অপরাধীরা নেট সংযোগের সাহায্যে কারও ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

Image Source: pixabay

সেই তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্য়ক্তিগত তথ্য হাতানোর কাজে ব্যবহৃত হয় বা সেই কাজের জন্য় বিক্রি করা হয়।

Image Source: pixabay

এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় সচেতনতা এবং কড়া নজর।

Image Source: pixabay

মেইলে বা মেসেজে অচেনা উৎস থেকে আসা যে কোনও গেম বা লটারি বা অফার-সংক্রান্ত লিঙ্কে ক্লিক করবেন না।

ওয়েবসাইটের URL দেখে নিন, শুরুতে 'https' আছে কিনা, অ্যা়ড্রেস বারের ডানদিকে তালা চিহ্ন আছে কিনা দেখুন।

Image Source: pixabay

অচেনা কোনও লিঙ্কে ক্লিক করার পরে কোনও পেজে ফোন নম্বর বা জন্মতারিখ চাইলে তা দেবেন না।

Image Source: pixabay

ইন্টারনেট ব্রাউজার আপডেটেড রাখুন, তাহলেই এই ধরনের লিঙ্ক অনেকটাই ঠেকানো যায়।