সব কাজেই এখন ভরসা নেট। নেট ব্যবহারের অভ্যাস রয়েছে প্রায় সবারই। অবসর সময় কাটানোরও অন্য়তম উপায়।
ABP Ananda
Image Source: pixabay

সব কাজেই এখন ভরসা নেট। নেট ব্যবহারের অভ্যাস রয়েছে প্রায় সবারই। অবসর সময় কাটানোরও অন্য়তম উপায়।

নেটের যুগে হাতের কাছেই রয়েছে বিভিন্ন অনলাইনে গেম, শপিংয়ের সুবিধা। কিন্তু সেগুলো কতটা ভরসাযোগ্য?
ABP Ananda
Image Source: pixabay

নেটের যুগে হাতের কাছেই রয়েছে বিভিন্ন অনলাইনে গেম, শপিংয়ের সুবিধা। কিন্তু সেগুলো কতটা ভরসাযোগ্য?

ফিশিং (phishing) এমন একধরনের প্রক্রিয়া যার মাধ্য়মে অপরাধীরা নেট সংযোগের সাহায্যে কারও ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
ABP Ananda
Image Source: pixabay

ফিশিং (phishing) এমন একধরনের প্রক্রিয়া যার মাধ্য়মে অপরাধীরা নেট সংযোগের সাহায্যে কারও ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

সেই তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্য়ক্তিগত তথ্য হাতানোর কাজে ব্যবহৃত হয় বা সেই কাজের জন্য় বিক্রি করা হয়।
Image Source: pixabay

সেই তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্য়ক্তিগত তথ্য হাতানোর কাজে ব্যবহৃত হয় বা সেই কাজের জন্য় বিক্রি করা হয়।

Image Source: pixabay

এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় সচেতনতা এবং কড়া নজর।

Image Source: pixabay

মেইলে বা মেসেজে অচেনা উৎস থেকে আসা যে কোনও গেম বা লটারি বা অফার-সংক্রান্ত লিঙ্কে ক্লিক করবেন না।

ওয়েবসাইটের URL দেখে নিন, শুরুতে 'https' আছে কিনা, অ্যা়ড্রেস বারের ডানদিকে তালা চিহ্ন আছে কিনা দেখুন।

Image Source: pixabay

অচেনা কোনও লিঙ্কে ক্লিক করার পরে কোনও পেজে ফোন নম্বর বা জন্মতারিখ চাইলে তা দেবেন না।

Image Source: pixabay

ইন্টারনেট ব্রাউজার আপডেটেড রাখুন, তাহলেই এই ধরনের লিঙ্ক অনেকটাই ঠেকানো যায়।