Image Source: Pexels

ন্যাচারাল অয়েল হোক বা এসেনসিয়াল অয়েল- ত্বকের যত্নে কাজে লাগে এই দুই উপকরণ।

Image Source: Pexels

নিয়মিত ভাবে এসেনসিয়াল অয়েল আপনি ত্বকে লাগাতে পারেন। তবে তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে।

Image Source: Pexels

এসেনসিয়াল অয়েল কখনই সরাসরি ত্বকে লাগানো উচিত নয়। এর জন্য কিছু নিয়ম রয়েছে।

Image Source: Pexels

ক্রিম বা ময়শ্চারাইজারের সঙ্গে মিশিয়ে তারপর এসেনসিয়াল অয়েল লাগাতে পারেন।

Image Source: Pexels

এসেনসিয়াল অয়েল যুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। এই সিরাম ত্বক আর্দ্র রাখতে মোলায়েম করতে সাহায্য করে।

Image Source: Pexels

এসেনসিয়াল অয়েল দিয়ে ত্বকের পরিচর্যার পর সেই মুহূর্তে আর ত্বকে কিছু লাগানোর প্রয়োজন নেই।

Image Source: Pexels

কোকোনাট অয়েল- ত্বকের জৌলুস ফেরাতে এবং আর্দ্রতা বজায় রাখতে ও রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে।

Image Source: Pexels

চন্দনকাঠ থেকে তৈরি হয় এসেনসিয়াল অয়েল বা ন্যাচারাল অয়েল। এর সাহায্যে ত্বকের দাগছোপ দূর হয়।

Image Source: Pexels

স্কিনের অ্যান্টি-এজিং অর্থাৎ ত্বকে বলিরেখার প্রভাব পড়তে দেয় না আমন্ড অয়েল।

Image Source: Pexels

শিয়া বাটার যুক্ত এসেনসিয়াল অয়েল এবং জোজোবা অয়েলও ত্বকের পরিচর্যায় খুব ভালভাবে কাজে লাগে।