চাকরির বাজারে টক্কর দিতে গেলে CV খুব জরুরি। ভাল CV না হলে প্রতিযোগিতার প্রথমেই পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে।

মনোযোগ দিয়ে তৈরি করতে হবে CV, এক একটি চাকরির জন্য আলাদা হতে পারে CV-এর কাঠামো। কোন কোন দিকে খেয়াল রাখবেন?

আগে চাকরি করলে, কোন চাকরিতে ঠিক কোন দায়িত্ব পালন করতেন, সেটা স্পষ্ট করতে হবে। কী কী ভাল ফল পেয়েছেন, সেটাও উল্লেখ করুন

প্রোফাইল অবজেক্টিভ গুরুত্বপূর্ণ। CV-এর একেবারে উপরে নিজের লক্ষ্য, ওই পদে ঠিক কীভাবে কাজ করতে চান সেটা অল্প কথায় লিখতে হবে

খুব বড় বা খুব ছোট CV এড়িয়ে চলুন। মোটামুটি এক পাতা থেকে খুব বেশি হলে দেড় পাতা দৈর্ঘ্যে রাখা ভাল।

আগের সংস্থায় কোন পদে কী কাজ করেছেন, সেখানে কাজের জন্য কোনও পুরস্কার পেয়েছেন কিনা তা উল্লেখ করবেন।

নতুন কোনও স্কিল শিখলে, বা কাজ করতে করতে কোনও নতুন কিছু শিখলে সেটা হাইলাইট করা প্রয়োজন। পেশাগত স্কিল গুরুত্ব পায়।

অপ্রয়োজনীয় তথ্য দিয়ে CV ভারী করা ঠিক নয়। যে পদে আবেদন করছেন তার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা আর শিক্ষাগত যোগ্যতার তথ্যই শুধু দিন।