ভ্যালেন্টাইন্স ডে - এর আগে ই-কমার্স সংস্থা অ্যামাজনে শুরু হয়েছে ফ্যাব ফোন ফেস্ট। অ্যামাজনের এই ফ্যাব ফোন ফেস্টে ২০ হাজার টাকার কমে কেনা যাবে বেশ কয়েকটি স্মার্টফোন। এই তালিকায় কোন কোম্পানির কোন ফোন রয়েছে চলুন দেখে নেওয়া যাক। ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ফোনের আসল দাম ১৯,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারের দৌলতে এই ফোন কেনা যাবে ১০০০ টাকা কমে ১৮,৯৯৯ টাকায়। অ্যামাজনের ওয়েবসাইট থেকে প্যাস্টেল লাইম এবং ক্রোমাটিক গ্রে- এই দুই রঙে কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ফোন। অ্যামাজনের ওয়েবসাইটে রেডমি নোট ১৩ ৫জি ফোনের দাম ধার্য হয়েছে ১৭,৯৯৯ টাকা। এর পরেও রেডমি নোট ১৩ ৫জি ফোনের দামে অতিরিক্ত ব্যাঙ্ক অফার রয়েছে। ১৩৪৯ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনও অ্যামাজনের ফ্যাব ফোন ফেস্ট থেকে ২০ হাজার টাকার কমেই কেনা যাবে। টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনের দাম অ্যামাজনের ওয়েবসাইটে রয়েছে ১৪,৯৯৯ টাকা। এর পরেও টেকনো সংস্থার এই ৫জি ফোনের দামে রয়েছে কুপন ডিসকাউন্ট। সেখানে ১৫০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা।