সামনেই ভ্যালেন্টাইন্স ডে। ১৪ ফেব্রুয়ারি আসতে আর বেশিদিন দেরি নেই। এদিকে প্রিয়জনকে কী উপহার দেবেন বুঝতে পারছেন না? আপনার সঙ্গী যদি হন গ্যাজেট প্রেমী তাহলে তাঁকে উপহার দিতে পারেন আধুনিক ও উন্নত ফিচার সম্পন্ন স্মার্টওয়াচ। তবে শুধু ভালবাসার মানুষকে উপহার দিলেই তো হবে না। খেয়াল রাখতে হবে পকেটের দিকেও। বেশ কয়েকটি স্মার্টওয়াচ রয়েছে যেগুলির দাম ২০০০ টাকার মধ্যেই। রয়েছে নজরকাড়া ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচগুলি কেনা যাবে। তালিকায় কোন কোন মডেল রয়েছে? চলুন দেখে নেওয়া যাক। Fire-Boltt Phoenix- এই স্মার্টওয়াচ কেনা যাবে ১৯৯৯ টাকায়। এই স্মার্টওয়াচের আসল দাম ১২,৯৯৯ টাকা। Noise Force- এই স্মার্টওয়াচের দাম ৫৯৯৯ টাকা। তবে অ্যামাজন থেকে মাত্র ১৪৯৯ টাকায় কিনতে পারবেন আপনি। boAt Xtend- এই স্মার্টওয়াচ অ্যামাজন থেকে ১৮৯৯ টাকায় কেনা যাবে। এই ডিভাইসের আসল দাম ৭৯৯০ টাকা। Fire-Boltt Phoenix- এই স্মার্টওয়াচ কেনা যাবে প্রায় ৮৫ শতাংশ ছাড়ে। এখানে রয়েছে ১.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। Noise Force স্মার্টওয়াচে রয়েছে একগুচ্ছ হেলথ এবং ফিটনেস ফিচার। স্বাস্থ্য সচেতনদের এই স্মার্টওয়াচ খুবই পছন্দ হবে।