বলিউডে সেলিব্রিটি কাপলদের মধ্য়ে অন্য়তম সোনম কপূর ও আনন্দ আহুজা। সম্প্রতি মুম্বইয়ে অ্যাপল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলল এই ডুয়োর। সোনম ও আনন্দর পোশাক এদিন নজর কাড়ল সকলের। অভিনেত্রী নিজেই সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক ছবি। এদিনের অনুষ্ঠানে সোনম একটি কালো টপ পরেছিলেন। যা একটি হাঁটু দৈর্ঘ্যের ধূসর স্কার্টের সঙ্গে যুক্ত ছিল। অন্য়দিকে আনন্দ আহুজা গাঢ় ধূসর প্যান্টের সঙ্গে একটি নেভি ব্লু শার্ট পরেছিলেন। আলাদা করে নজর কাড়ল সোনমের মেকআপ। বাদামী লিপস্টিকের সঙ্গে ছিল যথাযথ চোখের মেকআপ। সোনমের এই পোশাকের সঙ্গে ছিল মানাইসই হিল জুতো। সোনম ও আনন্দের এদিন লুক নজর কেড়েছে নেটাগরিকদের। এই ছবি গুলিই এখন ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়।