সৌরভের পঞ্চাশতম জন্মদিন উপলক্ষ্যে সিএবির তরফে অভিনব সেলিব্রেশন ঠাকুরপুকুরে ক্যান্সার হাসাপাতালে চিকিৎসাধীন শিশুদের দেওয়া হল ফল, মিষ্টি, উপহার ক্যান্সার আক্রান্তরা সৌরভের জন্য দিল হাতে তৈরি কার্ড, সঙ্গে ফুল সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া লন্ডনে গিয়ে শুভেচ্ছা জানালেন সৌরভকে পঞ্চাশতম জন্মদিনে সৌরভ কলকাতায় নেই, তিনি আছেন লন্ডনে তবে তাঁর ক্রিকেটের আঁতুরঘর ইডেন গার্ডেন্সে পালিত হল জন্মদিন কেক কেটে পালিত হল জন্মদিন, ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস ও বাকি সিএবি কর্তারা