এখনও পর্যন্ত অলিম্পিক্সের ইতিহাসে মোট ৪১টি পদক জিতেছে ভারত শ্যুটিং থেকে এসেছে ৭টি পদক, এবারই এসেছে তিনটি পদক অ্যাথলেটিক্সে এসেছে ৪টি পদক, নীরজের সোনাও রয়েছে তার মধ্যে টেনিসে একটি মাত্র পদক এসেছিল লিয়েন্ডার পেজের হাত ধরে ভারত্তোলনে ২টো পদক জিতেছে ভারত এখনও পর্যন্ত অলিম্পিক্সে হকিতে সর্বাধিক ১৩ বার পদক জিতেছে ভারত, টোকিও ও প্যারিসে ব্রোঞ্জ এসেছে ব্যাডমিন্টনে ৩টি পদক এসেছে, সিন্ধু একাই দুবার পদক জিতেছেন রেসলিংয়ে আটটি পদক এসেছে অলিম্পিক্স থেকে এখনও ভারতের বক্সিংয়ে ৩টি পদক জিতেছে ভারত এখনও পর্যন্ত অলিম্পিক্সে