রূপে লাস্যময়ী তিনি, এই তরুণীকে চেনেন?

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর

বাবা, ভাই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে, মা চিকিৎসক

সারা কিন্তু ধীরে ধীরে নিজের পরিচিতি গড়ে তুলেছেন

সোশ্য়াল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যাও সারার প্রায় ৮ মিলিয়ন

সারা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন?

এই প্রশ্নই করা হয়েছিল সচিনের মেয়েকে

তবে সরাসরি 'না' বলে দিয়েছেন সারা তেন্ডুলকর

তিনি বলেন, ''অভিনয় আমার জন্য নয়, আমার কোনও ইচ্ছে নেই বলিউডে কাজ করার'