প্যারিস অলিম্পিক্সে সবচেয়ে বেশি পদক জিতেছেন এই তরুণ সাঁতারু ফ্রান্সের এই সাঁতারুর নাম লিওন মার্চান্ড নিজের দেশের মাটিতে এবার লিওন নেমেছিলেন অলিম্পিক্সের আসরে সাঁতার থেকে মোট পাঁচটি পদক জিতেছেন লিওন এবার চারটি সোনা ও একটি রুপো জিতেছেন লিওন ২০০ মিটার ব্রেকস্ট্রােক, ২০০ মিটার বাটালফ্লাই ইভেন্টে সোনা জিতেছেন লিওন ২০০ মিটার ও ৪০০ মিটার মেডলি ইভেন্টেও সোনা জিতেছিলেন লিওন ৪x১০০ মিটার মেডলি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন এক অলিম্পিক্স মরশুমে সর্বাধিক ব্যক্তিগত পদক অবশ্য় এখনও মাইকেল ফেল্পসের ঝুলিতে ২০০৮ বেজিং অলিম্পিক্সে মোট ৮টি সোনা জিতেছিলেন আমেরিকার প্রাক্তন সাঁতারু