Image Source: Pixabay/ Pexels

পড়াশোনা থেকে পেশার জগৎ, ইমেল ছাড়া কার্যত সবকিছুই কার্যত অচল।

Image Source: Pixabay/ Pexels

এ দিকে ইন্টারনেট সংযোগ না থাকলে সেই ইমেল কাজও করে না।

Image Source: Pixabay/ Pexels

সেই সমস্যা এড়াতে গুগল তাদের জিমেলে একটি বিশেষ অফলাইন মোড এনেছে।

Image Source: Pixabay/ Pexels

সেই ব্যবস্থায় ইন্টারনেট সংযোগ না থাকলেও ব্যবহারকারী তাঁর আগের ইমেইল পড়তে পারবেন।

Image Source: Pixabay/ Pexels

এর জন্য mail.google.com-এ যেতে হবে, সেখানে Enable offline mail-অপশন অন করতে হবে।

Image Source: Pixabay/ Pexels

গুগল ক্রোম ব্রাউজ়ার ব্য়বহার করে এই বিশেষ সুবিধা ব্যবহার করা যাবে।

Image Source: Pixabay/ Pexels

ফোনে বা কম্পিউটারে কতটা জায়গা আছে তা দেখানো হবে।

Image Source: Pixabay/ Pexels

কতদিনের মেল sync করতে চান, তা জিজ্ঞেস করা হবে। সেটা বেছে নিন।

Image Source: Pixabay/ Pexels

এবার 'save change' করলেই আপনি ব্যবহার করতে পারবেন এই সুবিধা।