ভারতে লঞ্চ হয়েছে ভিভো 'টি' সিরিজের নতুন বাজেট ফোন ভিভো টি১এক্স। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১২,৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। অর্থাৎ ১৫ হাজার টাকার মধ্যেই ভিভো টি১এক্স ফোন কিনতে পারবেন আপনি। আগামী ২৭ জুলাই থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া সুযোগ থাকছে। ভিভো টি১এক্স ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে ভিভো টি১এক্স ফোনে।