অ্যামাজন প্রাইম- জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনের ভিত্তিতে ব্যবহার করতে পারেন ইউজাররা। অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন থাকলে প্রাইম মিউজিক থেকে অ্যামাজনের প্রাইম মেম্বার হয়ে সেল এবং ডেলিভারির সুবিধাও পাওয়া যায়। অ্যামাজন প্রাইমের এক বছরের সাবস্ক্রিপশনের খরচ ১৪৯৯ টাকা। এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের একমাসের সাবস্ক্রিপশনের খরচ ১৭৯ টাকা। তবে বিনামূল্যেও আপনি অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপন পেতে পারেন। কিন্তু কীভাবে? ৩০ দিনের জন্য ফ্রি-ট্রায়ালের অপশন পাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে রয়েছে শর্ত। ইউজার যদি কোনওদিনও অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন না নিয়ে থাকেন, তাহলেই এই ৩০ দিন ফ্রি ট্রায়ালের সুযোগ পাবেন। ফ্রি অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের জন্য মোবাইল বা ব্রডব্যান্ড প্ল্যানের খোঁজ করে সেটা রিচার্জ করতে পারেন। উল্লেখ্য, অ্যামাজন প্রাইমে তিনমাসেরও একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে যার খরচ ৪৫৯ টাকা। একমাস হোক বা তিনমাস কিংবা এক বছর, আপনার পছন্দ মতো প্ল্যান বেছে নিন।