কেবল স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না SBI YONO App। এবার থেকে অন্য ব্যাঙ্কের গ্রাহকরাও পাবে এই অ্যাপের সুবিধা।

গুগল পে (Google Pay)-র মতো ব্যবহার করা যাবে এই অ্যাপ।

2019 সালে দেশে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ SBI YONO চালু করে স্টেট ব্যাঙ্ক।

এই অ্যাপের মাধ্যমে টাকার লেনদেন থেকে লোন নেওয়ার আবেদন পর্যন্ত করতে পারেন স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা।

এবার নতুন করে আপডেটেট অ্যাপ লঞ্চ করতে চলেছে SBI। বর্তমানে YONO 2.0 লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এখন SBI গ্রাহক নন এমন ব্যক্তিরাও এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

অনেক UPI অ্যাপের মতো কাজ করবে SBI YONO 2.0 । Google Pay, Bharat Pay-র মতো কাজ করবে এই অ্যাপ।

নতুন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি ই-কমার্স পরিষেবাও দেওয়া হবে।

আগে YONO কেবল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টহোল্ডাররা ব্যবহার করতে পারতেন।