ঠকাতে পারবে না কোনও কোম্পানি। আপনার মোবাইলে ইন্টারনেটের গতি বলে দেবে এই নতুন অ্যাপ। সম্প্রতি এই নয়া অ্যাপ এনেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)।
ইন্টারনেটের সর্বোচ্চ গতি পেতে আপনাকে আরও সচেতন হতে হবে। অন্যথায় কোম্পানি ইন্টারনেটের গতি নিয়ে ভুয়ো দাবি করলেও বুঝতে পারবেন না আপনি।
১ আপনার মোবাইল ফোনে TRAI অ্যাপ ডাউনলোড করুন।
২ Begin Test অপশনে প্রেস করুন ও রেজাল্টের জন্য অপেক্ষা করুন।
এর পরে এর ফলাফল পাঠানো হয় TRAI-এর কাছে। অ্যাপটি নেটওয়ার্কের গতি ও অন্যান্য নেটওয়ার্ক তথ্য ট্র্যাক করে পাঠায়।
মনে রাখবেন, অ্যাপটি কোনও ব্যক্তিগত ব্যবহারকারীর তথ্য ট্রাই-এর কাছে পাঠায় না। ভারতে 5G লঞ্চ করার পরে Ookla 5G গতি পরীক্ষা করেছে।
ভারতে 5G লঞ্চ করার পরে Ookla 5G গতি পরীক্ষা করেছে। Ookla-এর মতে, ভারতে টেস্ট নেটওয়ার্কে গড় 5G ডাউনলোড স্পিড হল 500 Mbps।
মিডিয়া রিপোর্ট অনুসারে, এনসিআর-এ 5জি গতির ক্ষেত্রে জিও এয়ারটেলের থেকে এগিয়ে। যেখানে Airtel-এর স্পিড 197.98Mbps পর্যন্ত, সেখানে Jio-এর স্পিড 598.58Mbps-এ পৌঁছেছে।