Image Source: Pexels

ভারতে পয়লা অক্টোবর ৫জি পরিষেবা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Image Source: Pexels

জিও এবং এয়ারটেল নির্দিষ্ট কিছু শহরে ৫জি পরিষেবা ইতিমধ্যেই চালু করেছে।

Image Source: Pexels

সম্প্রতি মোটোরোলা সংস্থা জানিয়েছে যে তাদের কোন কোন ফোন ৫জি সার্ভিস পাওয়া যাবে।

Image Source: Pexels

মোটোরোলার যেসমস্ত ৫জি ফোন ভারতে এতদিনে লঞ্চ হয়েছে সেগুলোতে রয়েছে ৮টি sub-6GHz ৫জি ব্যান্ড সাপোর্ট করার মতো হার্ডওয়্যার।

Image Source: Pexels

সব মিলিয়ে মোটোরোলার এই স্মার্টফোনগুলি ১১ থেকে ১৩টি ৫জি ব্যান্ড সাপোর্ট করতে পারে।

Image Source: Pexels

মোটোরোলা সংস্থা ইতিমধ্যেই ভারতে OTA আপডেটের রোল আউট শুরু করেছে।

Image Source: Pexels

মোটোরোলা এজ ৩০ আলট্রা এবং মোটোরোলা এজ ৩০ ফিউশন- এই দুই ফোনে ৫জি সার্ভিস পাবেন ইউজাররা।

Image Source: Pexels

মোটো জি৬২, মোটো জি৮২, মোটো এজ ৩০, মোটো জি৭১- এই ফোনগুলিতে ২৫ অক্টোবর থেকে OTA আপডেটের রোল আউট শুরু হবে।

Image Source: Pexels

মোটো এজ ৩০ প্রো, মোটো জি৫১, মোটো এজ ২০ প্রো, মোটো এজ ২০ এবং মোটো এজ ২০ ফিউশন- এক্ষেত্রে ১১ লভেম্বর থেকে OTA আপডেটের রোল আউট শুরু হবে।

Image Source: Pexels

স্মার্টফোনে OTA আপডেটের রোল আউট শুরু হলে তবে ৫জি পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা।