ভারতে পয়লা অক্টোবর ৫জি পরিষেবা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জিও এবং এয়ারটেল নির্দিষ্ট কিছু শহরে ৫জি পরিষেবা ইতিমধ্যেই চালু করেছে। সম্প্রতি মোটোরোলা সংস্থা জানিয়েছে যে তাদের কোন কোন ফোন ৫জি সার্ভিস পাওয়া যাবে। মোটোরোলার যেসমস্ত ৫জি ফোন ভারতে এতদিনে লঞ্চ হয়েছে সেগুলোতে রয়েছে ৮টি sub-6GHz ৫জি ব্যান্ড সাপোর্ট করার মতো হার্ডওয়্যার। সব মিলিয়ে মোটোরোলার এই স্মার্টফোনগুলি ১১ থেকে ১৩টি ৫জি ব্যান্ড সাপোর্ট করতে পারে। মোটোরোলা সংস্থা ইতিমধ্যেই ভারতে OTA আপডেটের রোল আউট শুরু করেছে। মোটোরোলা এজ ৩০ আলট্রা এবং মোটোরোলা এজ ৩০ ফিউশন- এই দুই ফোনে ৫জি সার্ভিস পাবেন ইউজাররা। মোটো জি৬২, মোটো জি৮২, মোটো এজ ৩০, মোটো জি৭১- এই ফোনগুলিতে ২৫ অক্টোবর থেকে OTA আপডেটের রোল আউট শুরু হবে। মোটো এজ ৩০ প্রো, মোটো জি৫১, মোটো এজ ২০ প্রো, মোটো এজ ২০ এবং মোটো এজ ২০ ফিউশন- এক্ষেত্রে ১১ লভেম্বর থেকে OTA আপডেটের রোল আউট শুরু হবে। স্মার্টফোনে OTA আপডেটের রোল আউট শুরু হলে তবে ৫জি পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা।