আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিন। দেশজুড়ে চলছে প্রধানমন্ত্রীর জন্মদিনের সেই উদযাপন পর্ব।

২০১৪ সালের মে মাসে প্রথমবার প্রধানমন্ত্রী পদে বসেন মোদি। আজ মোদি সরকারের ৮ বছর পূর্ণ হল।

জেনে নিন, দিল্লির তখতে বসার পর থেকে কোন জনপ্রিয় প্রকল্পগুলি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী।

PM Jan Dhan Yojana

জন ধন যোজনায় পরিবারের দুই সদস্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। জন ধন অ্যাকাউন্টে টাকা জমা বা তোলার জন্য কোনও চার্জ লাগবে না।

Ayushman Bharat Yojna

আয়ুষ্মান ভারত প্রকল্পটি ২০১৮ সালে চালু হয়েছিল। এতে দরিদ্র পরিবারকে স্বাস্থ্য বিমা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে, ৫০ কোটি ভারতীয় গুরুতর রোগে বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাচ্ছেন।

PM Awas Yojana এই প্রকল্পের অধীনে গৃহঋণের সুদে ভর্তুকি দেওয়া হয়। এই স্কিমের মাধ্যমে প্রতিটি পরিবার ২.৬০ লক্ষ টাকার সুবিধা পায়। এই স্কিমে প্রাপ্ত পরিমাণ ও ভর্তুকি সরাসরি প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে।

PM Suraksha Bima Yojana

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায়, আপনি বার্ষিক মাত্র ১২ টাকা প্রিমিয়াম দিয়ে যাতে ২ লক্ষ টাকা পর্যন্ত কভার পেতে পারেন।

PM Kisan Samman Nidhi Yojana

এই প্রকল্পের অধীনে, ২ হেক্টর বা তার কম জমি আছে এমন কৃষকদের ৩ কিস্তিতে ৬০০০ টাকা সাহায্য দেয়।

Sukanya Samriddhi Yojana এতে সর্বোচ্চ ৭.৬ শতাংশ সুদ পাওয়া যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনা ২১ বছরে ম্যাচিওর হয়। এই স্কিমের মাধ্যমে ৬৪ লক্ষ তহবিল তৈরি করা যায়।

PM Garib Kalyan Anna Yojana

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া হয়। দেশের ৮০ কোটিরও বেশি দেশবাসী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।