আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিন। দেশজুড়ে চলছে প্রধানমন্ত্রীর জন্মদিনের সেই উদযাপন পর্ব।
২০১৪ সালের মে মাসে প্রথমবার প্রধানমন্ত্রী পদে বসেন মোদি। আজ মোদি সরকারের ৮ বছর পূর্ণ হল।
জন ধন যোজনায় পরিবারের দুই সদস্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। জন ধন অ্যাকাউন্টে টাকা জমা বা তোলার জন্য কোনও চার্জ লাগবে না।
আয়ুষ্মান ভারত প্রকল্পটি ২০১৮ সালে চালু হয়েছিল। এতে দরিদ্র পরিবারকে স্বাস্থ্য বিমা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে, ৫০ কোটি ভারতীয় গুরুতর রোগে বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাচ্ছেন।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায়, আপনি বার্ষিক মাত্র ১২ টাকা প্রিমিয়াম দিয়ে যাতে ২ লক্ষ টাকা পর্যন্ত কভার পেতে পারেন।
এই প্রকল্পের অধীনে, ২ হেক্টর বা তার কম জমি আছে এমন কৃষকদের ৩ কিস্তিতে ৬০০০ টাকা সাহায্য দেয়।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া হয়। দেশের ৮০ কোটিরও বেশি দেশবাসী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।