সম্প্রতি দালাল স্ট্রিটের 'বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর পরই ইনভেস্টারদের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।

মৃত্যুর পরে ঠিক কী হয় তাদের শেয়ারের ? জেনে নিন, কী বলছে বাজারের নিয়ম।

নিয়ম বলছে, একজন ব্যক্তির অকালমৃত্যুর ক্ষেত্রে তাঁর স্টক ও শেয়ারগুলি নোটারি/গেজেটেড অফিসারকে দিয়ে ডেথ সার্টিফিকেটের কপি অ্যাটেস্টেড করতে হয়।

তবেই নমিনির নামে ট্রান্সফার হয় শেয়ার বাজারের স্টক। এই ফর্মটি অবশ্যই NSDL বা CDSL-এর মতো উপযুক্ত কাস্টোডিয়ানের কাছে রেজিস্টার্ড হতে হবে।

সেই ক্ষেত্রে নমিনি রেজিস্টার্ড না হলে, মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের অবশ্যই নিম্নলিখিত প্রমাণপত্রের মধ্যে একটি জমা দিতে হবে।

a. Probate of Will (ইচ্ছের প্রমাণপত্র)
b. Succession Certificate (উত্তরাধিকার সার্টিফিকেট)
c. Letters of Administration (প্রশাসনের চিঠি)

মনে রাখতে হবে, নমিনি একজন ট্রাস্টি, তিনি কোনও মালিক নন। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীর মৃত্যু হলে যদি উইল থাকে, তাহলে উইল অনুযায়ী শেয়ার ভাগ হবে।

অন্যথায় হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী আইনি উত্তরাধিকারীদের মধ্যে তা বিতরণ করা হবে।

কলেজ জীবনেই মাত্র ৫০০০ টাকা নিয়ে শেয়ার বাজারে হাতেখড়ি ঝুনঝুনওয়ালার। সেই আমানত দেখতে দেখতে বদলে যায় ৫.৫ বিলিয়নে।

১৯৮৫ সালে শেয়ার বাজারে হাতেখড়ি হলেও ঝুনঝুনওয়াল স্টক মার্কেটে উত্থান ঠিক তার পরের বছর। ১৯৮৬-তে টাটা টি-এর স্টকে নজর যায় তাঁর।