সাদা ঢাকাই, কপালে চওড়া সিঁদুর.. ৯ মাসের সাধ খেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে সাধ খেলেন শুভশ্রী, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। শুভশ্রীর সাধের মেনুতে ছিল পোলাও, মাছ ও বিভিন্ন রকমের সুস্বাদু সবজি। চাটনি-পাঁপড়ের সঙ্গে ছিল বিভিন্ন মিষ্টি। পালন করলেন সাধের সব রীতিনীতিও। শুভশ্রী লেখায় স্পষ্ট, বাড়িতে আদরে রয়েছেন তিনি। যথেষ্ট যত্নেই রয়েছেন নায়িকা। শুভশ্রী-রাজ এখন অধীর আগ্রহে দিন গুনছেন সন্তানের আগমনের।