সুকন্যা সমৃদ্ধি যোজনা হল ভারত সরকার পরিচালিত একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। শুধু পোস্ট অফিসই নয়, ব্যাঙ্কেও করা যেতে পারে এই অ্যাকাউন্ট।

কন্যা শিশুর জন্ম থেকে তার বিয়ে পর্যন্ত খরচের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা চালায়। এরকম একটি প্রকল্পের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা।

এই স্কিমে সরকার 7.6 শতাংশ হারে সুদ দেয়। সম্প্রতি, সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা সেভিংস অ্যাকাউন্টে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে।

নিয়ম অনুসারে, প্রতি আর্থিক বছরে বিনিয়োগকারী এই অ্যাকাউন্টে ন্যূনতম 250 টাকা ও সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।

একটি আর্থিক বছরে অর্থ জমা না করার ক্ষেত্রে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়। তবে, সরকার এই নিয়মে পরিবর্তন করেছে।

যদি কেউ একটি আর্থিক বছরে 250 টাকা জমা না করে তবে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হবে না।

এখন কেবল কন্যাশিশুই 18 বছরের পর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। আগে অ্যাকাউন্টটি অভিভাবকরা পরিচালনা করতেন।

যদি কোনও কন্যাশিশুর বাবা-মা অ্যাকাউন্টের মেয়াদপূর্তির আগেই মারা যান, তবে এমন পরিস্থিতিতে অ্যাকাউন্টটি সহজেই বন্ধ করা যেতে পারে।

এ ছাড়াও কন্যাশিশুর যদি কোনও প্রাণঘাতী রোগ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে।

সরকার এখন সুকন্যা সমৃদ্ধি যোজনার আমানতের উপর বছরের শেষে অর্থাৎ আর্থিক বছরের শেষে সুদ দেবে।