আজ বলিউডের জনপ্রিয় গায়ক সুখবিন্দর সিংয়ের জন্মদিন।

তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক তাঁরই গাওয়া সেরা কয়েকটি গান।

সুখবিন্দর সিং বলতেই যে গানের কথা প্রথমে মনে পড়ে তা হল 'দিল সে' ছবির 'ছাঁইয়া ছাঁইয়া'। সুর দিয়েছিলেন এ আর রহমান।

রহমানের সুরে 'তাল' ছবির 'রমতা যোগী' গানও গেয়েছেন সুখবিন্দর। আজও সমানতালে এই গান জনপ্রিয়।

এ আর রহমানের অন্যতম জনপ্রিয় কম্পোজিশন 'জয় হো' গানেও শ্রোতাদের মাতিয়েছেন সুখবিন্দর সিং।

শাহরুখ খানের একাধিক ছবিতে গান গেয়েছেন সুখবিন্দর সিং। 'চক দে ইন্ডিয়া' তার মধ্যে অন্যতম জনপ্রিয়।

এই তালিকায় 'রইস', 'ওম শান্তি ওম', 'রব নে বনা দি জোড়ি'- ও রয়েছে।

কয়েক বছর আগে 'সঞ্জু' ছবিতেও তাঁর গাওয়া 'কর হর ময়দান ফতেহ' গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছে।

এছাড়াও 'ইশকিয়া' ছবির 'ইবন-এ-বতুতা' এবং 'কামিনে' ছবি 'ঢ্যান ট্যানা' গানেও শ্রোতাদের চমক দিয়েছিলেন সুখবিন্দর সিং।

এছাড়াও 'হায়দায়' ছবির 'বিসমিল' এবং কিসনা ছবির টাইটেল ট্র্যাকেও রয়েছে সুখবিন্দর ম্যাজিক।