বেসরকারি নানা স্কিমের মধ্য়েও এই সরকারি স্কিম দিচ্ছে আস্থা। কম বিনিয়োগে অসাধারণ রিটার্ন দিচ্ছে এই পোস্ট অফিসের স্কিম।
জেনে নিন, কী রয়েছে সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইনস্যুরেন্স স্কিমে।
এই পলিসি নেওয়ার জন্য আপনার বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। যেকোনও ভারতীয় নাগরিক এই সুবিধা নিতে পারেন।
এই সুমঙ্গল গ্রামীণ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম হল একটি এন্ডাওমেন্ট প্ল্যান। যাদের বার বার অর্থের প্রয়োজন তাদের জন্য এই স্কিমটি খুবই কাজের।
এতে, বিমাকারী ব্যক্তি যখন জীবিত থাকেন, তখন তিনি অর্থ পান। অর্থাৎ, বিমাকারী ব্যক্তি তাঁর বিনিয়োগের অর্থ ফেরত পান। এর সঙ্গে বিমা কভারও পাওয়া যায় এই স্কিমে।
এতে আপনাকে প্রতিদিন ৯৫ টাকা প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ মাসে ২৮৫০ টাকা জমা দিতে হবে আপনাকে