Image Source: Pixabay.com
রান্নায় স্বাদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যেরও নানা উপকার করে পেঁয়াজ, কিন্তু সাদা পেঁয়াজের উপকারিতা কত জানা আছে?
Image Source: Pixabay.com
বাজারে হামেশাই এই পেঁয়াজ পাওয়া যায়। কিন্তু, এই পেঁয়াজের সম্পর্কে কম জানা থাকার কারণে বহু মানুষ তুলনায় কম খেয়ে থাকেন
Image Source: Pixabay.com
সাদা পেঁয়াজে ফ্রুকটান্স নামে স্বাস্থ্যকর ফাইবার রয়েছে, যা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে
Image Source: Pixabay.com
যাঁদের পেটের গোলমালের সমস্যা রয়েছে, তাঁদের জন্য সাদা পেঁয়াজ অত্যন্ত স্বাস্থ্যকর
Image Source: Pixabay.com
শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, সানবার্নের কারণে প্রদাহ দূর করতে সাহায্য করে
Image Source: Pixabay.com
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সাদা পেঁয়াজ, বিভিন্ন প্রকার হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে
Image Source: Pixabay.com
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাদা পেঁয়াজ শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়, রক্ত সঞ্চালন সঠিক রাখতে সাহায্য করে
Image Source: Pixabay.com
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাদা পেঁয়াজে থাকা উপকারী উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
Image Source: Pixabay.com
প্রচুর পরিমাণে অ্যান্ট ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, বিভিন্ন প্রকার ইনফেকশন প্রতিরোধ করে এই সব্জি
Image Source: Pixabay.com
কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন
সমস্ত দেখুন
'কান'-এর মঞ্চে নজরকাড়া দীপিকা
লাগাম রাখুন মিষ্টিতে
ভাল রাখবে পেঁয়াজ
ভাল ঘুমে যোগাসন