শেষ লগ্নে 'সুপার সিঙ্গার সিজন ৩', ২০ মার্চ একটানা ১০ ঘণ্টা চলবে অনুষ্ঠান ৩২ জন প্রতিযোগী নিয়ে শুরু, ফাইনালে পৌঁছলেন ৭ জন ৭ প্রতিযোগী: শুচিস্মিতা, মানসী, প্রণয়, কুমার গৌরব, সৌমী, দেয়াসিনি, শুভজিৎ বিচারক: কুমার শানু, সোনু নিগম, কৌশিকী চক্রবর্তী সঞ্চালক: যীশু সেনগুপ্ত বিশেষ অতিথি: ইলা অরুণ, শান, পলক মুছল, কবিতা কৃষ্ণমূর্তি বাংলা টেলিভিশনে প্রথমবার হাজির হবেন মাধুরী দীক্ষিত শেষ পর্বে হাজির হবেন র্যাপার বাদশাহ থাকবেন টলিউডের দুই মহা তারকা দেব ও জিৎ শেষ লগ্নে 'সুপার সিঙ্গার সিজন ৩', দুপুর ১টা থেকে শুরু হবে অনুষ্ঠান