Image Source: Pexels

বিভিন্ন কারণেই আমাদের অনেক সময় মন খারাপ থাকে।

Image Source: Pexels

নানা কারণে আমরা মানসিক ভাবে চাপে থাকি।

Image Source: Pexels

এই সময় মুড লিফটিং অর্থাৎ মন ভাল রাখার ক্ষেত্রে কাজে লাগে বেশ কিছু ভাল খাবার।

Image Source: Pexels

তাহলে দেখে নেওয়া যাক মন খারাপের সময় মুড ভাল রাখতে মেনুতে কী কী রাখবেন।

Image Source: Pexels

হলুদ- এর মধ্যে রয়েছে curcumin উপকরণ, যা অ্যাংজাইটি কমাতে সাহায্য করে।

Image Source: Pexels

মধুর মধ্যে রয়েছে tryptophan যা অ্যাংজাইটি এবং স্ট্রেস কমাতে সাহায্য করে।

Image Source: Pexels

ডার্ক চকোলেট- এর মধ্যে থাকা প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস কমাতে সাহায্য করে।

Image Source: Pexels

ভেজিটেবল স্যুপ- বিভিন্ন সবজি এবং হাল্কা মশলা দিয়ে বানানো এই খাবার স্বাস্থ্যের পক্ষেও খুবই ভাল।

Image Source: Pexels

ডিম- এর মধ্যে থাকা প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড স্ট্রেসের পরিমাণ কমায়।

Image Source: Pexels

বিভিন্ন ধরনের বাদাম খেলে মস্তিষ্ক প্রখর হয় এবং একই সঙ্গে স্ট্রেস কমে।