দুটো পা নেই। একটা হাত কনুই পর্যন্ত। অন্য হাতের সবকটি আঙুলও নেই তাঁর। কিন্তু হেরে যাননি। UPSC টপার তালিকায় নাম তুলে তবেই থেমেছেন ।
ক্লাস টুয়েলভে পড়েছেন স্থানীয় স্কুলে। CBSE বোর্ড। ক্লাস টুয়েলভে পাশ করেননি তিনি। পরে ২০১৪ সালে উত্তরপ্রদেশ থেকে বোর্ডের পরীক্ষা দেন, পাশ করেন।
সংসারের অবস্থা ভাল ছিল না। চাকরি নেন বেসরকারি সংস্থায়। দিল্লিতে। চাকরি ও তৎকালীন বেতনে খুশিই ছিলেন, জানিয়েছেন সুরজ। মেটাচ্ছিলেন নিজের, সংসারের চাহিদাও।
২০১৭ সালে ট্রেন দুর্ঘটনার মুখে পড়েন তিনি, বদলে যায় জীবন। চলে যায় দুটো পা, একটা হাত। তারপর থেকে বাড়িতেই কার্যত বন্দিদশা। কোনও কিছুই করতে পারতেন না নিজে নিজে ।
তারপর আবার শুরু করেন। ছোট ঘটনা ভেবে নেন দুর্ঘটনাটিকে। শুরু করেন আবার। প্রথমে স্নাতক হোন। JNU থেকে। আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু। UPSC-র স্বপ্ন দেখাও এভাবেই।
JNU - তে পড়ছেন তখন। UPSC-র সম্পর্কে প্রথম জানতে পারেন। পাঁচবছরের চেষ্টায়, একাগ্রতায় সবকিছু ভুলে গিয়ে লেগে থেকে জয়ী হন সুরজ।
UPSC -তে ৯১৭ ক্রমতালিকায় স্থান করে নেন। তবে প্রথমবারের চেষ্টায় নয়। দ্বিতীয়বারের।
কতটা আত্মবিশ্বাসী আর খুশি তিনি, বলে দেয় তাঁর হাসিমুখ।
জয়ের আগে হেরে যাওয়া নয়। লেগে থাকলে, ব্যর্থতার পরে সাফল্য আসে। মন্ত্র সুরজের। চ্যালেঞ্জ আসবে। সেটা টপকে যাওয়াই চ্যালেঞ্জ। বলেন সুরজ
আনন্দে থেকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সুরজ। তাহলেই সমস্যা পেরিয়ে এগিয়ে যাওয়া যাবে। সুরজের মতে প্রতিবন্ধকতা কিছুই নয়। তাঁর কাছে disable নয়, this is able।