আইফোন রয়েছে। ম্যাকবুকও রয়েছে? প্রয়োজনে এবার আইফোনের ক্যামেরাকে অন্যভাবেও ব্য়বহার করতে পারবেন। ম্যাকবুকের ওয়েবক্যাম হিসেবও ব্য়বহার করা যাবে আইফোনের ক্যামেরা। WWDC 2022-তে একেবারে নতুন এই ফিচারের কথা ঘোষণা করেছে অ্যাপল। কিন্তু কীভাবে এই ফিচার ব্য়বহার করা যাবে? সংস্থার তরফে থেকে যা বলা হয়েছে, তাতে বিষয়টি খুব সহজ। ম্য়াকবুকের সামনে আইফোনটি নিয়ে এলেই এই দুটি কানেক্ট হবে। একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে থাকতে হবে এই দুটিকে। দুটিরই ব্লুটুথ এবং ওয়াইফাই চালু থাকতে হবে। নিজে থেকে ম্য়াকবুকের স্ক্রিনে একটি ডায়লগ বক্স খুলবে, যেখানে জিজ্ঞেস করা হবে আইফোনটি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে চান কিনা। ওয়ারলেস পদ্ধতিতে এই ফিচার ব্যবহার করা যাবে। ইউএসবি কেবলও ব্যবহার করা যাবে। এবার একটি মোবাইল স্ট্যান্ড দিয়ে আইফোনটিকে সুবিধেমতো স্ট্যান্ড করাতে হবে। এই ফিচারের সঙ্গে একাধিক ভিডিও এফেক্টের অপশনও রাখা হয়েছে।