Image Source: pixabay

আইফোন রয়েছে। ম্যাকবুকও রয়েছে? প্রয়োজনে এবার আইফোনের ক্যামেরাকে অন্যভাবেও ব্য়বহার করতে পারবেন।

Image Source: pixabay

ম্যাকবুকের ওয়েবক্যাম হিসেবও ব্য়বহার করা যাবে আইফোনের ক্যামেরা।

Image Source: pixabay

WWDC 2022-তে একেবারে নতুন এই ফিচারের কথা ঘোষণা করেছে অ্যাপল।

Image Source: pixabay

কিন্তু কীভাবে এই ফিচার ব্য়বহার করা যাবে? সংস্থার তরফে থেকে যা বলা হয়েছে, তাতে বিষয়টি খুব সহজ।

Image Source: pixabay

ম্য়াকবুকের সামনে আইফোনটি নিয়ে এলেই এই দুটি কানেক্ট হবে।

Image Source: pixabay

একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে থাকতে হবে এই দুটিকে। দুটিরই ব্লুটুথ এবং ওয়াইফাই চালু থাকতে হবে।

Image Source: pixabay

নিজে থেকে ম্য়াকবুকের স্ক্রিনে একটি ডায়লগ বক্স খুলবে, যেখানে জিজ্ঞেস করা হবে আইফোনটি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে চান কিনা।

Image Source: pixabay

ওয়ারলেস পদ্ধতিতে এই ফিচার ব্যবহার করা যাবে। ইউএসবি কেবলও ব্যবহার করা যাবে।

Image Source: pixabay

এবার একটি মোবাইল স্ট্যান্ড দিয়ে আইফোনটিকে সুবিধেমতো স্ট্যান্ড করাতে হবে।

Image Source: pixabay

এই ফিচারের সঙ্গে একাধিক ভিডিও এফেক্টের অপশনও রাখা হয়েছে।