Image Source: Pexels

অতিরিক্ত আওয়াজ দিয়ে ইয়ারফোনে গান না শোনাই ভাল। ৬০ শতাংশের বেশি আওয়াজ দেবেন না হেডফোনে।

Image Source: Pexels

গান শোনা হোক বা ভিডিও, সিনেমা দেখা- কোনও ক্ষেত্রেই ইয়ারফোনে অতিরিক্ত শব্দ না দেওয়াই আপনার পক্ষে মঙ্গলজনক।

Image Source: Pexels

আপনার কানের স্বাস্থ্যও ভাল থাকবে। তার পাশাপাশি টেকসই হবে ইয়ারফোন।

Image Source: Pexels

৬০ শতাংশের বেশি আওয়াজ হেডফোনে দিলে আপনার কানে সমস্যা দেখা দিতে পারে। শ্রবণশক্তি কমতে পারে।

Image Source: Pexels

অনেকেই সারাক্ষণ কানে হেডফোন গুঁজে রাখেন। আপনার কানের স্বাস্থ্যের জন্য এটা মোটেই ভাল ব্যাপার নয়।

Image Source: Pexels

একনাগাড়ে হেডফোন কানে লাগিয়ে কিছু শুনবেন না। সর্বোচ্চ এক ঘণ্টা বা ৬০ মিনিট একটানা কানে ইয়ারফোন রাখুন।

Image Source: Pexels

আজকাল নয়েজ ক্যানসেলেশন ফিচার যুক্ত ইয়ারফোন প্রায় সব কোম্পানিই লঞ্চ করেছে। এই ধরনের হেডফোন ব্যবহার করা ভাল।

Image Source: Pexels

এই নয়েজ ক্যানসেলেশন ফিচার যুক্ত ইয়ারফোন ব্যবহার করলে আপনি পরিষ্কার আওয়াজ শুনতে পাবেন। কানের স্বাস্থ্যও ভাল থাকবে।

Image Source: Pexels

অন্য কারও সঙ্গে ইয়ারফোন শেয়ার না করাই ভাল। যদি শেয়ার করে থাকেন, তাহলে অবশ্যই পরিষ্কার করে নিয়ে তারপর আবার ব্যবহার করুন।

Image Source: Pexels

ইয়ারফোন কোথায়, কীভাবে রাখছেন সেটাও গুরুত্বপূর্ণ। একটা আলাদা পাউচ বা ব্যাগে ইয়ারফোন রাখা উচিত যাতে সেটা জড়িয়ে বা পেঁচিয়ে না যায়।