ট্যুইটারে রয়েছে হ্যাশট্যাগ, কিন্তু থ্রেডস অ্যাপে এই ফিচার এখনও পর্যন্ত নেই। ওয়েব ভার্সানে অর্থাৎ ডেস্কটপে ট্যুইটার ব্যবহার করা যায়। কিন্তু থ্রেডস যায় না এখনও। ট্যুইটারে পোস্ট এডিট করা যায়, কিন্তু থ্রেডসে পোস্ট এডিট করা যায় না। ট্যুইটারে ডিএম বা ডিরেক্ট মেসেজ অপশন রয়েছে, থ্রেডসে নেই। AI generated alt text ফিচার ট্যুইটারে থাকলেও থ্রেডসে নেই। ট্রেডিং টপিক যেভাবে ট্যুইটারে দেখা যায়, তেমনটা নেই থ্রেডসে। ট্যুইটারে বিজ্ঞাপন দেখা যায়, থ্রেডসে তা যাবে না। বিভিন্ন ট্যুইট এমবেড করা যায়, কিন্তু থ্রেডসে এখনও সেই সুবিধা নেই। ট্যুইটারে ফর ইউ এবং ফলোয়িং ফিড রয়েছে। থ্রেডসে এই ফিচার নেই। chronological feed অপশন এনাবেল করা যাবে ট্যুইটারে, কিন্তু থ্রেডসে যাবে না।