ইংরেজি শেখার জন্য নানাভাবে চেষ্টা করে থাকি আমরা অনেকেই। ইদানিং একাধিক অ্যাপের মাধ্যমেও সাহায্য পাই।

এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। ভাইরাল রয়েছে চ্যাটজিপিটির কীর্তি। ইংরেজি শিখতে সাহায্য নেওয়া যায় চ্যাটজিপিটিরও।

এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। ইংরেজির ধার আরও বাড়াতে কীভাবে সাহায্য নেওয়া যায় এই Open AI-এর?

কখনও ক্ষতি আবার কখনও লাভ- এরকম নানা দিক নিয়ে বারবার খবরের শিরোনামে এসেছে চ্যাটজিপিটি। এবার দেখে নেওয়া যাক, 'শিক্ষক' হিসেবে এই অ্যাপ কেমন?

ভোক্যাবুলারি অর্থাৎ শব্দভান্ডার বৃদ্ধি করতে সাহায্য মিলবে। কোনও ইংরেজি শব্দের মানে, ব্যবহার এবং সমার্থক শব্দ মুহূর্তের মধ্যে জানাবে

ChatGPT ক্রোম এক্সটেনশনের সাহায্যে কথ্য ইংরেজির মহড়া করা সম্ভব। এর মাধ্যমে সেই দক্ষতাও বৃদ্ধি পাবে।

কথা বলার সময় ব্যাকরণগত বা গঠনগত কোনও ভুল থাকলে সেটাও শুধরে দিতে পারবে ChatGPT

কোনও তথ্য নিয়ে কোনওরকম সন্দেহ থাকলে সেটাও জিজ্ঞেস করা যাবে, ঠিক কোথায় ভুল এবং সেটা কেন ভুল, সেই তথ্যও দিয়ে দেবে চ্যাটজিপিটি

কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা করার মতোই ChatGPT-এর সঙ্গেও কথা বলা যায়। তার মাধ্যমেই সন্দেহ দূর করা যায়।

ইংরেজি শব্দ ঠিকমতো উচ্চারণ করার জন্য়ও সাহায্য করবে এই OpenAI, তেমনই ইংরেজি লেখার অভ্যাসও করা যাবে, সেই ভুলও শুধুরে দেবে ChatGPT