দিনের বেলা মোবাইলে ছবি তোলায় খুব একটা সমস্যা হয় না। কিন্তু রাতে মোবাইলে ভাল ছবি? কীভাবে? ভাল ছবি তোলার শখ? সেই কারণে টাকা জমিয়ে আইফোন কিনেছেন। কিন্তু তাতেও নাইট ফোটোগ্রাফি মনের মতো হচ্ছে না? একবার দেখে নিন কোন কোন দিকে খেয়াল রাখলে ভাল ছবি মিলতে পারে। রাতে ছবি তোলার সময় নিয়ম করে 'নাইট মোড' ব্যবহার করবেন। আলো অল্প থাকলে, এই মোডে এমন অ্যালগরিদম ব্যবহার হয় যাতে গ্রেইন ফ্রি ফোটো ওঠে। ফোনের ক্যামেরা যেন খুব না নড়ে। বিভিন্ন ধরনের ট্রাইপড বা আধুনিক কোনও হোল্ডার ব্যবহার করতে পারেন। শাটার স্পিড স্লো করতে হবে। এটাও সেটিংসে গিয়ে করা যায়। শাটার বন্ধ হতে যত দেরি হবে তত বেশি আলো সেন্সর পাবে। নাইট ফোটোগ্রাফিতে সেটা প্রয়োজন। ক্যামেরা সেটিংসে গিয়ে এক্সপোজ়ার কমিয়ে ফেলুন। এক্সপোজ়ার কমিয়ে ফেললে ছবি একটু কালচে আসবে, রাতে ছবি তুলতে এই পদ্ধতি কাজে লাগে।