দিনের বেলা মোবাইলে ছবি তোলায় খুব একটা সমস্যা হয় না। কিন্তু রাতে মোবাইলে ভাল ছবি? কীভাবে?
ABP Ananda
Image Source: pixabay

দিনের বেলা মোবাইলে ছবি তোলায় খুব একটা সমস্যা হয় না। কিন্তু রাতে মোবাইলে ভাল ছবি? কীভাবে?

ভাল ছবি তোলার শখ? সেই কারণে টাকা জমিয়ে আইফোন কিনেছেন। কিন্তু তাতেও নাইট ফোটোগ্রাফি মনের মতো হচ্ছে না?
ABP Ananda
Image Source: Getty

ভাল ছবি তোলার শখ? সেই কারণে টাকা জমিয়ে আইফোন কিনেছেন। কিন্তু তাতেও নাইট ফোটোগ্রাফি মনের মতো হচ্ছে না?

একবার দেখে নিন কোন কোন দিকে খেয়াল রাখলে ভাল ছবি মিলতে পারে।
ABP Ananda
Image Source: pixabay

একবার দেখে নিন কোন কোন দিকে খেয়াল রাখলে ভাল ছবি মিলতে পারে।

রাতে ছবি তোলার সময় নিয়ম করে 'নাইট মোড' ব্যবহার করবেন।
Image Source: Getty

রাতে ছবি তোলার সময় নিয়ম করে 'নাইট মোড' ব্যবহার করবেন।

Image Source: pixabay

আলো অল্প থাকলে, এই মোডে এমন অ্যালগরিদম ব্যবহার হয় যাতে গ্রেইন ফ্রি ফোটো ওঠে।

Image Source: pixabay

ফোনের ক্যামেরা যেন খুব না নড়ে। বিভিন্ন ধরনের ট্রাইপড বা আধুনিক কোনও হোল্ডার ব্যবহার করতে পারেন।

Image Source: pixabay

শাটার স্পিড স্লো করতে হবে। এটাও সেটিংসে গিয়ে করা যায়।

Image Source: pixabay

শাটার বন্ধ হতে যত দেরি হবে তত বেশি আলো সেন্সর পাবে। নাইট ফোটোগ্রাফিতে সেটা প্রয়োজন।

Image Source: pixabay

ক্যামেরা সেটিংসে গিয়ে এক্সপোজ়ার কমিয়ে ফেলুন।

Image Source: pixabay

এক্সপোজ়ার কমিয়ে ফেললে ছবি একটু কালচে আসবে, রাতে ছবি তুলতে এই পদ্ধতি কাজে  লাগে।