Image Source: Pexels

হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার কম্পানিয়ন মোড।

Image Source: Pexels

ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচারের টেস্টিং শুরু হয়েছে।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোডের সাহায্যে কী কী সুবিধা পাবেন ইউজাররা?

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোডের সাহায্যে ইউজাররা একটি অ্যাকাউন্ট দু'টি ফোনে ব্যবহারের সুযোগ পাবেন।

Image Source: Pexels

অর্থাৎ একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে লিঙ্ক করা সম্ভব হবে।

Image Source: Pexels

বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট চারটি ডিভাইসে লিঙ্ক বা যুক্ত করার সুবিধা রয়েছে।

অর্থাৎ ইউজাররা চাইলে মোবাইলের পাশপাশি অন্য একটি ল্যাপটপ বা ডেস্কটপ কিংবা ট্যাবলেটে অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।

তবে একটি ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য ফোনে খোলা যাবে না। এখনও এই ফিচার চালু হয়নি।

Image Source: Pexels

তবে এবার সেটাই হতে চলেছে। কম্পানিয়ন মোডের মাধ্যমে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই সময়ে দুটো ফোনে খোলা যাবে।

Image Source: Pexels

আপাতত অ্যান্ড্রয়েড ভার্সানেই চলছে টেস্টিং। আইওএস ভার্সানেও দ্রুত টেস্টিং শুরু হবে বলে অনুমান।

Thanks for Reading. UP NEXT

কম্পিউটারেই পড়াশোনা, সঙ্গী হোক গুরুত্বপূর্ণ এই উইন্ডোজ অ্যাপগুলি

View next story