হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার কম্পানিয়ন মোড। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচারের টেস্টিং শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোডের সাহায্যে কী কী সুবিধা পাবেন ইউজাররা? হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোডের সাহায্যে ইউজাররা একটি অ্যাকাউন্ট দু'টি ফোনে ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে লিঙ্ক করা সম্ভব হবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট চারটি ডিভাইসে লিঙ্ক বা যুক্ত করার সুবিধা রয়েছে। অর্থাৎ ইউজাররা চাইলে মোবাইলের পাশপাশি অন্য একটি ল্যাপটপ বা ডেস্কটপ কিংবা ট্যাবলেটে অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। তবে একটি ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য ফোনে খোলা যাবে না। এখনও এই ফিচার চালু হয়নি। তবে এবার সেটাই হতে চলেছে। কম্পানিয়ন মোডের মাধ্যমে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই সময়ে দুটো ফোনে খোলা যাবে। আপাতত অ্যান্ড্রয়েড ভার্সানেই চলছে টেস্টিং। আইওএস ভার্সানেও দ্রুত টেস্টিং শুরু হবে বলে অনুমান।