ঘর থেকে বেরোনোর আগে বন্ধ করুন AC-র সুইচ। (ছবি সৌজন্য-পিটিআই)



এসি মেশিনের সেটিংসে গিয়ে তাপমাত্রা অ্যাডজাস্ট করুন। বিল কম উঠবে। (ছবি সৌজন্য-পিটিআই)



অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে টাইমারে সময় সেট করুন।(ছবি সৌজন্য-পিটিআই)



এসি মেশিন নিয়মিত সার্ভিসিং করুন। বিল কমবে। (ছবি সৌজন্য-পিটিআই)



এসি মেশিন চালানোর আগে ঘর থেকে গরম হাওয়া বেরিয়ে যেতে দিন। (ছবি সৌজন্য- পিক্সাবে)



ঘর থেকে ঠাণ্ডা হাওয়া যাতে বাইরে না বেরিয়ে যায় তা নিশ্চিত করতে হবে। (ছবি সৌজন্য-পিক্সাবে)



এসির সঙ্গে সামঞ্জস্য রেখে সিলিং ফ্যানের গতি বাড়ান। বাঁচবে টাকা। (ছবি সৌজন্য-পিটিআই)



তাপমাত্রা ১৮-তে নয় ২৪ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখুন, ঠাণ্ডাও থাকবে আর বিল কমবে। (ছবি সৌজন্য- পিটিআই)



এসির ভেতরে থাকা গ্যাস নির্দিষ্ট পরিমাণে আছে কিনা দেখুন। (ছবি সৌজন্য- পিক্সাবে)



Thanks for Reading. UP NEXT

গরম হচ্ছে মোবাইল? আপনার ভুলে খারাপ হচ্ছে না তো ফোন?

View next story