সামান্য কিছুক্ষণ ব্যবহার করলেই গরম হয়ে যাচ্ছে ফোন। হাত ছোঁয়ালেই যেন ছ্যাঁকা খেতে হচ্ছে।



কীভাবে এড়াবেন এই সমস্যা? কোন কোন দিকে খেয়াল রাখলে এড়ানো যাবে ফোন গরম হয়ে যাওয়ার সমস্য়া?



ব্যবহার না করলে বন্ধ রাখুন মোবাইল ফোনের ব্লুটুথ। ব্যবহার না থাকলে বন্ধ রাখা প্রয়োজন Wi-Fi, জিপিএসও।



এই ফিচারগুলি ব্য়াটারি ব্যবহার করে অনেকটাই। তার জন্য ফোন গরম হয়ে যায়।



ফোনে কভার বা কেস পরিয়ে রাখি আমরা। ফোন গরম করে কভার পরানো থাকলে গরম ভাপ বেরোতে পারে না। এটা খুলে রাখলে ফোন তাড়াতাড়ি ঠান্ডা হবে।



ফোনে চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করাই ভাল। বিশেষ করে গেম খেলা। তাহলে ফোন অত্যন্ত গরম হয়ে যায়। চার্জ দেওয়ার সময় ফোনের কভার খুলে রাখা ভাল।



বন্ধ গাড়ির মধ্য়ে ফোন ফেলে যাবেন না। গাড়ি রোদে থাকলে ফোন ভীষণ গরম হয়ে যাবে। মোবাইল খারাপও হয়ে যেতে পারে।



দীর্ঘক্ষণের জন্য রোদের মধ্যে ফোন রাখা উচিত নয়। রোদের তাপে ক্ষতি হতে পারে মোবাইলের পার্টসে।




ফোনের ব্রাইটনেস যদি খুব বাড়ানো থাকে তাহলে ফোন গরম হতে পারে। অটো ব্রাইটনেস করে রাখতে পারেন।


ফাস্ট চার্জিং এড়ানো উচিত। এর জন্য অতিরিক্ত গরম হতে পারে ফোন। অল্প ওয়াটেজের অ্যাডাপ্টার ব্যবহার করলে ফোন গরম কম হবে।