ভারতে লঞ্চ হয়েছে মোটো জি০৪এস ফোন। মোটোরোলার এই ফোন আসলে মোটো জি০৪ মডেলের আপগ্রেড ভার্সান।



মোটো জি০৪এস ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট।



একটিই র‍্যাম এবং স্টোরেজ নিয়ে মোটো জি০৪এস ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা।



৫ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়া এবং মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে কেনা যাবে।



এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে। সুরক্ষার জন্য ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ লেয়ার।



মোটো জি০৪এস ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট।



মোটো জি০৪এস ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।



মোটো জি০৪এস ফোনের র‍্যাম ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।



মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।



মোটো জি০৪এস ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অফলাইনেও বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে এই ফোন।



Thanks for Reading. UP NEXT

ফেসবুক, ইনস্টার প্রোফাইল পিকচার গোল হয় কেন ?

View next story