ডিজিটাল দুনিয়ায় সর্বক্ষণের সঙ্গী হোয়াটসঅ্যাপ। দ্রুত টেক্সটে যোগাযোগ অথবা ফোনকল- সবেতেই ভরসা হোয়াটসঅ্যাপ



পেশাগত কারণ, ব্যবসা থেকে শুরু করে ব্যক্তিগত কারণ- হোয়াটসঅ্যাপ নির্ভর সবকিছুই।



টেক্সট মেসেজ, অডিও-ভিডিও ফাইল থেকে শুরু করে ছবি- সবকিছুই বিনামূল্যে করা যায় এই প্ল্যাটফর্মে।



কিন্তু এখানেও উদ্বেগের কারণ তৈরি হয়েছে। অনলাইন প্রতারণার কারণে বহু ব্যবহারকারী বিপদের মুখে পড়েছেন।



হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়ে যাওয়ার মতো অভিযোগ এসেছে বহুবার।



এইগুলো মাথায় রেখে হোয়াটসঅ্য়াপ নিয়ে আগে থেকে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে ব্য়বহারকারীদের।



যদি মনে হয় কোনওভাবে আপনার হোয়াটসঅ্যাপ অসুরক্ষিত বা কেউ নজর রাখছে, তাহলে Disappearing Messages-অপশন বেছে নিন। এই অপশন অন থাকলে মেসেজ নির্দিষ্টসময় অন্তর ডিলিট হয়ে যা



যদি আপনি মনে করেন আপনার ফোনে নজরদারি হচ্ছে কিংবা আপনার অলক্ষ্যে কেউ ফোন ধরছে তাহলে বিশেষ কোনও চ্যাট লক করা যায়



ব্য়ক্তিগত বা পেশাগত কোনও কথোপকথন লুকিয়ে রাখার জন্য Locked Chat অপশন ব্য়বহার করা যায়



Silence Unknown Caller, Call Relay-ফিচার ব্য়বহার করলে অজানা কারও ফোন এড়ানো যায়। IP অ্যাড্রেস নিয়েও সুরক্ষা মেলে