ফ্রি-তে OTT দেখুন BSNL-এর এই প্ল্যানে BSNL নতুন রিচার্জ প্ল্যান আনছে গ্রাহকদের জন্য। এতে অন্যান্য সুবিধের সঙ্গেই পাবেন ফ্রি-তে নেটফ্লিক্স, আমাজন প্রাইম দেখার সুযোগ। এয়ারটেল, জিওকে টেক্কা দিতেই এই নয়া প্ল্যান আনছে বিএসএনএল। বিএসএনএলের ওটিটি প্ল্যান কবে আসবে তা এখনও জানা যায়নি। এই প্ল্যানে আমাজন প্রাইম এবং নেটফ্লিক্স দেখা যাবে ওটিটির মধ্যে। বিগত ৪ মাসে ৫.৫ মিলিয়ন গ্রাহক যুক্ত হয়েছে এই সংস্থার সঙ্গে। দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক বিস্তৃত করছে বিএসএনএল। অন্য টেলিকম অপারেটরদের সঙ্গে পাল্লা দিতে এই ওটিটি প্ল্যান আনছে BSNL। সংস্থার এক ডিরেক্টর একটি অনুষ্ঠানে এই বিষয়ে তথ্য দেন।