ফ্রি-তে OTT দেখুন BSNL-এর এই প্ল্যানে

Published by: ABP Ananda
Image Source: PTI

BSNL নতুন রিচার্জ প্ল্যান আনছে গ্রাহকদের জন্য।

Image Source: ABPLive AI

এতে অন্যান্য সুবিধের সঙ্গেই পাবেন ফ্রি-তে নেটফ্লিক্স, আমাজন প্রাইম দেখার সুযোগ।

Image Source: PTI

এয়ারটেল, জিওকে টেক্কা দিতেই এই নয়া প্ল্যান আনছে বিএসএনএল।

Image Source: PTI

বিএসএনএলের ওটিটি প্ল্যান কবে আসবে তা এখনও জানা যায়নি।

Image Source: PTI

এই প্ল্যানে আমাজন প্রাইম এবং নেটফ্লিক্স দেখা যাবে ওটিটির মধ্যে।

Image Source: Getty

বিগত ৪ মাসে ৫.৫ মিলিয়ন গ্রাহক যুক্ত হয়েছে এই সংস্থার সঙ্গে।

Image Source: ABPLive AI

দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক বিস্তৃত করছে বিএসএনএল।

Image Source: ABPLive AI

অন্য টেলিকম অপারেটরদের সঙ্গে পাল্লা দিতে এই ওটিটি প্ল্যান আনছে BSNL।

Image Source: Getty

সংস্থার এক ডিরেক্টর একটি অনুষ্ঠানে এই বিষয়ে তথ্য দেন।

Image Source: Getty