ইয়ারবাডস ঝকঝকে রাখবেন এভাবে ইয়ারবাডস ব্যবহার করতে করতে ময়লা জমে যায়। এতে ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়তে পারে। কীভাবে নিরাপদে ইয়ারবাডস পরিষ্কার করবেন ? এর জন্য টুথপিক, নরম কাপড় আর উষ্ণ গরম জল লাগবে। এছাড়া অ্যালকোহল সলিউশনও ব্যবহার করা যায়। চার্জিং কেস থেকে আলাদা করে রাখতে হবে ইয়ারবাডসকে। চার্জিং পোর্ট আর ইয়ারবাডসের ভিতরের ময়লা দূর করবে টুথপিক। সিলিকন ব্রাশ ব্যবহারে আরও ভাল ফল মিলবে। সবশেষে অ্যালকোহল ওয়াইপস দিয়ে পুরোটা মুছে নিলে সংক্রমণের সম্ভাবনা থাকবে না।