কম্পিউটারে কাজ সহজতর
হলেও, সমস্যাও রয়েছে


লেখালেখি করতে গিয়ে
বিপত্তি বাধে প্রায়শই


WordPad-এ কাজ করতে
গিয়ে আস্ত ফাইল উড়ে যায়


সেভ না করা থাকলে খুঁজে
পাওয়া যায় না সেই ফাইল


কিন্তু একটু চেষ্টা করলেই
হারানো লেখা ফিরে পাওয়া সম্ভব


এক্ষেত্রে Window+R প্রেস
করে Rundown Window খুলুন


এর পর টেক্সট বক্সে
লিখুন %AppData%


এবার Enter প্রেস করুন,
দেখবেন সার্চবক্স খুলে যাবে


এবার সেখানে .asd বা .tmp
files-এর খোঁজ করুন


ডেট মডিফিকেশন করলেই
হারানো ফাইল পেয়ে যেতে পারেন