জিএসটি হ্রাসের পরে ৩৫ হাজার টাকার এসি কত দামে পাওয়া যাবে?

Published by: ABP Ananda
Image Source: Pixabay

সরকার সম্প্রতি এয়ার কন্ডিশনারের উপর জিএসটির হার কমানোর ঘোষণা করেছে

Image Source: Pixabay

আগে এসি-র ওপর ২৮% জিএসটি (GST) চাপানো হতো, যা এখন কমিয়ে ১৮% করা হয়েছে

Image Source: Pixabay

এই নতুন নিয়মটি ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে

Image Source: Pixabay

কর কমানোর পর এসি-র দামে সরাসরি প্রভাব দেখা যাবে

Image Source: Pixabay

সাধারণত ১ টন থেকে ১.৫ টনের এসি প্রায় ৩৫,০০০ টাকার প্রাথমিক দামে পাওয়া যায়

Image Source: Pixabay

প্রথম ২৮% ট্যাক্সের কারণে ৩৫,০০০ টাকার এসি-র ওপর প্রায় ৬,৮০০ টাকা জিএসটি দিতে হতো

Image Source: Pixabay

এখন ১৮% ট্যাক্স লাগার পরে এই GST কমে প্রায় 3,150 টাকায় এসে দাঁড়াবে। অর্থাৎ গ্রাহকদের সরাসরি 10% পর্যন্ত সাশ্রয় হবে

Image Source: Pixabay

এর মানে হল যে ৩৫,০০০ টাকার এসি এখন প্রায় ৩১,৮৫০ টাকায় কেনা যাবে

Image Source: Pixabay

এছাড়াও আসন্ন উৎসবের মরশুমে কার্ডের ছাড় এবং অফারগুলির মাধ্যমে দাম আরও কমতে পারে

Image Source: Pixabay