স্মার্টফোনে ফাস্ট চার্জারের দীর্ঘমেয়াদি ব্যবহারে বাড়তে পারে ঝুঁকি!
Published by: ABP Ananda
Image Source: Unsplash
ফাস্ট চার্জিং-র কারণে কিন্তু ব্যাটারির দ্রুত গরম হয়, যা ব্যাটারির আয়ুকে প্রভাবিত করতে পারে।
Image Source: Unsplash
বারবার ফাস্ট চার্জিং করার ফলে ব্যাটারির ক্ষমতা সময়ের সাথে হ্রাস পেতে পারে।
Image Source: Unsplash
ফাস্ট চার্জিং সার্কিটয়ের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা স্মার্টফোনের অন্যান্য হার্ডওয়্যার এরও ক্ষতি করতে পারে।
Image Source: Unsplash
ফাস্ট চার্জিং নিয়ন্ত্রিত করা না হলে ব্যাটারি অতিরিক্ত চার্জ হতে পারে।
Image Source: Unsplash
হাইভোল্টেজ ও কারেন্টের কারণে ব্যাটারির ভিতরের রাসায়নিক পদার্থগুলি দ্রুত নষ্ট হতে পারে।
Image Source: Unsplash
নিম্নমানের ফাস্ট চার্জার স্মার্টফোনের ক্ষতি করার ঝুঁকি বাড়ায়।
Image Source: Unsplash
সেই তুলনায় সাধারণ চার্জিং ব্যাটারির জন্য বেশি নিরাপদ এবং দীর্ঘস্থায়ী হয়।
Image Source: Unsplash
ফাস্ট চার্জারের সঙ্গে সঠিক হিট ম্যানেজমেন্ট না হলে ব্যাটারি বা ফোন খারাপ হতে পারে।
Image Source: Unsplash
প্রাথমিকভাবে ফাস্ট চার্জিং সুবিধাজনক মনে হলেও এর দীর্ঘমেয়াদি ব্যবহারে ব্যাটারি ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই ফাস্ট চার্জিংয়ের থেকে সাধারণ চার্জিংকে অগ্রাধিকার দিন।