PUBG নিয়ে বড় ঘোষণা ! এই সুবিধে বন্ধ হচ্ছে শীঘ্রই

Published by: ABP Ananda
Image Source: X Handle@PUBGMobile

ব্যাটলগ্রাউন্ডস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে এই গেম কিছু ডিভাইসে আর খেলা যাবে না।



আগামী নভেম্বর মাস থেকেই বন্ধ হয়ে যাবে এই সুবিধে।



প্লেস্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ান ডিভাইসে এই গেম আর সাপোর্ট করবে না।



শুধুমাত্র সর্বশেষ প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্সএস-এ এই গেম সাপোর্ট করবে।



এই সংস্করণ আজ থেকে ৭ বছর আগে লঞ্চ করা হয়েছিল।



আর PUBG-র PS5 ও Xbox সংস্করণ এসেছে ২০২০ সালে।



আগামীদিনের আপডেটের মাধ্যমে এই গেমকে উন্নত করাই মূলত এর কাজ।



যারা PS4 এবং এক্সবক্স ওয়ান কনসোলে খেলছিলেন এবং পরের জেনারেশনের কনসোলে শিফট করতে পারবেন না তাদের সংস্থা রিফান্ড দেবে।