যে কোনও ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হয় তার ব্যাটারি

চার্জ কমে গেলে সঙ্গে সঙ্গে চার্জে বসিয়ে দেওয়া হয় মোবাইল ফোন

প্রায়ই, অনেকে মোবাইল ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও তা চার্জে বসিয়ে রাখে

১০০ শতাংশ হয়ে যাওয়ার পরেও মোবাইলে চার্জার লাগিয়ে রাখলে তাতে ঝুঁকি থাকতে পারে

এতে ফোনের টেম্পারেচার বেড়ে যায়। যাতে মোবাইলের বিস্ফোরণও হতে পারে

বাজারে আসা নতুন ফোনে এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় রয়েছে

এতে ইনবিল্ট সিকিউরিটির কারণে, ফুল চার্জ হওয়ার পর ফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যায়

ফোনের ওভারচার্জ হলে ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে

ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখার জন্য ফোনকে ওভারচার্জিং থেকে বাঁচাতে হবে

যদি এক্সপার্টদের কথা মানেন, তাহেল ৮০ শতাংশই চার্জ করতে হয় মোবাইলের